হাটহাজারীর পরিচালনায় ৩ শিক্ষক, মাদ্রাসার প্রধান বাবুনগরী

তিনজন সিনিয়র শিক্ষককে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিচালনার জন্য অন্তর্র্বতীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে।সেই সঙ্গে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীকে মাদ্রাসার 'প্রধান শায়খুল হাদিস’ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আল্লামা আহমদ শফীর দাফনের পর হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মজলিশে শুরা কমিটির ১১ সদস্যের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন। সভা শেষে শুরা সদস্য মাওলানা নোমান ফয়েজী মজলিশে শুরার গৃহীত সিদ্ধান্ত পড়ে শোনান।
তিনি জানান, বড় হুজুরের (আল্লামা শাহ আহমদ শফী) ইন্তেকালের পর মাদ্রাসা পরিচালনার জন্য মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়েছে যৌথভাবে মুফতী আবদুস সালাম, আল্লামা শেখ আহমদ এবং মাওলানা ইয়াহিয়াকে। একইসঙ্গে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনলাইন নিউজ পোর্টাল