ইসলাম নিয়ে কটূক্তিকারী শিক্ষার্থী আটক

ইসলাম ধর্ম নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অসম্মানজনক লাগামহীন মন্তব্য করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। অপরাধী সুজন পাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের প্রথম বর্ষের ছাত্র।
সে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চমৎকার পালের ছেলে।
২৪ সেপ্টেম্বর (শনিবার) ভোররাতে সেই শিক্ষার্থীকে তার পিতৃবাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির।
তাজহাট থানার ওসি আরও বলেন, ‘ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে তাকে (সুজন পাল) আটক করা হয়েছে। এখনও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়েল প্রক্টর গোলাম রব্বানী মন্তব্য করেছেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়।’
পরিস্থিতি সামাল দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে নিরাপদ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’