রাজধানীর মতিঝিল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
 
									ঢাকা রাজধানীর মতিঝিলে দিলকুশা সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা যায় গত বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে ১৯তলা এ ভবনের ১৬ তলায় এ ঘটনা ঘটে।
এদিকে ,ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রাত ১টা ৪০ মিনিটে তারা আগুনের খবর পান। একটি ইউনিট রাত ১টা ৪৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট যোগ দেয়।
তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে কোনো হতাহতে খবর কিংবা আগুন লাগার কারণ জানা যায়নি।
 
			 
								 
								 
								