দেশে একদিনে করোনায় ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৫১৮

দেশে একদিনে করোনাভাইরাসে মারা গেছেন আরো ১৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩০ জনে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৫১৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনে।
এর আগে, গতকাল মঙ্গলবার সারাদেশে করোনায় মারা যান ১৪ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরো ৫৪৩ জনের দেহে। সে হিসেবে আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ফের বেড়েছে।
অনলাইন নিউজ পোর্টাল