শনিবার ০৪ অক্টোবর ২০২৫, আশ্বিন ১৯ ১৪৩২, ১১ রবিউস সানি ১৪৪৭

শিশু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 আপডেট: ১৮:২৭, ৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চট্টগ্রাম, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার মো. সোহেলের ছেলে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদ জানান, সকালে বন্ধুদের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় বাড়ির সামনে একটি লোহার গেট স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

জানা যায়, গেটটি আগে থেকেই বিদ্যুতায়িত অবস্থায় ছিল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন