শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৩ ১৪৩২, ০৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

সংস্কৃতি

আরবি: মুসলমানের আত্মপরিচয়ের ভাষা

 প্রকাশিত: ১০:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৫

আরবি: মুসলমানের আত্মপরিচয়ের ভাষা

প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষার গুরুত্ব অপরিসীম, কারণ ভাষার মাধ্যমেই মানুষ তার নিজের পরিচয় প্রকাশ করে। ঠিক তেমনিভাবে, একজন মুমিনের আত্মপরিচয়ের অন্যতম প্রধান মাধ্যম হলো আরবি ভাষা। এটি কেবল নির্দিষ্ট কোনো জাতি বা গোষ্ঠীর ভাষা নয়, বরং এটি ইসলাম ও দ্বীনের ভাষা।

আরবি ভাষা মহান আল্লাহর কালাম পবিত্র কুরআনের ভাষা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ভাষা এবং প্রতিটি মুসলমানের হৃদয়ের ভাষা। এটি পৃথিবীর একমাত্র ধর্মীয় ভাষা, যে ভাষায় ইবাদত করা সওয়াবের কাজ। মুমিন বান্দা এই ভাষার মাধ্যমেই তার রবের সঙ্গে কথা বলে, নিজের জীবনের সকল সমস্যার কথা রবের দরবারে তুলে ধরে এবং রবের নৈকট্য প্রার্থনা করে।

একজন মুসলিমের জীবনে আরবির প্রভাব অনস্বীকার্য। কেননা আরবি ভাষা ছাড়া আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ শুদ্ধ হয় না। মুসলিমদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল-কুরআন তিলাওয়াত ও উপলব্ধির জন্য এই ভাষা অপরিহার্য। সকাল-সন্ধ্যার দোয়া ও জিকিরগুলোও আমরা এই ভাষাতেই পাঠ করি।

ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) বলেছেন, ‘তোমরা আরবি ভাষা শিক্ষা করো, কেননা তা তোমাদের দ্বীনেরই একটি অংশ।’

প্রখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘কুরআন ও হাদিস বোঝা নির্ভর করে আরবি ভাষা বোঝার ওপর। আর যা ছাড়া দ্বীন বোঝা সম্ভব নয়, তা শেখা আমাদের ওপর আবশ্যক।’

আমাদের মনে রাখা উচিত, আরবি কেবল আরব দেশের ভাষা নয়; এটি আমাদের ধর্মীয় সত্তার অংশ। একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটি বাঁকে আরবির প্রয়োজন রয়েছে। তাই এই ভাষাকে আমাদের আত্মপরিচয়ের ভাষা হিসেবে গ্রহণ করা এবং এতে গর্ববোধ করা বাঞ্ছনীয়।

পৃথিবীর অন্য কোনো ভাষা আরবির মতো এত সমৃদ্ধ ও অলংকারপূর্ণ নয়। যুগের পর যুগ ধরে এই ভাষা তার স্বকীয়তা বজায় রেখেছে। কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআন যেমন সুরক্ষিত থাকবে, এই ভাষাও তেমনি টিকে থাকবে ইনশাআল্লাহ। তাই এই সম্মানিত ভাষাই হোক আমাদের পরিচয়ের সেতুবন্ধন।