মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫, কার্তিক ১৩ ১৪৩২, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তঃমন্ত্রণালয় সভা: ভোট পাড়ি দেওয়ার ফর্দ নিয়ে বসছে ইসি চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান মোনথা এখন প্রবল ঘূর্ণিঝড়, যাচ্ছে অন্ধ্রের দিকে দুর্লভ খনিজের সরবরাহ ‘নিরাপদ’ করার লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩ ভোট সামনে রেখে ‘বৃহৎ জোট গঠনের ভাবনা’ বিএনপির

রাজনীতি

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন

 প্রকাশিত: ০৯:৫৭, ২৫ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন

নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ী আংশিক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় জয়াগ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে বক্তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, দেশের জনগণ চায় একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ। তিনি বলেন, “যে কোনো নির্বাচনের আগে সমান সুযোগের নিশ্চয়তা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং জনগণের ভোটাধিকারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করতে হলে প্রার্থীদের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায়, জনগণ একতরফা নির্বাচনের প্রতি আস্থা রাখবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের পরিচালক মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসন সচিব মাওলানা মো. আক্তার হোসেন।

স্বাগত বক্তব্য দেন সোনাইমুড়ী পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন।

বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল কাইয়ুম, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, সোনাইমুড়ী উপজেলা আমীর হানিফ মোল্লা, ঢাকা চকবাজার থানা আমীর আবুল হোসেন রাজন, এডভোকেট শাহজালাল, ঢাকাস্থ সোনাইমুড়ী ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম ও ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বাকের, চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, ঢাকাস্থ সোনাইমুড়ী ফোরামের সহসভাপতি হারুনুর রশিদ, সোনাইমুড়ী পৌর ফোরামের সমন্বয়ক জহিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।