মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫, কার্তিক ১৩ ১৪৩২, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তঃমন্ত্রণালয় সভা: ভোট পাড়ি দেওয়ার ফর্দ নিয়ে বসছে ইসি চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান মোনথা এখন প্রবল ঘূর্ণিঝড়, যাচ্ছে অন্ধ্রের দিকে দুর্লভ খনিজের সরবরাহ ‘নিরাপদ’ করার লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮৩ ভোট সামনে রেখে ‘বৃহৎ জোট গঠনের ভাবনা’ বিএনপির

রাজনীতি

নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন

 প্রকাশিত: ০৯:৫০, ২১ অক্টোবর ২০২৫

নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘গণতন্ত্র ও সুশাসন উত্তরণে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা জরুরি। আমাদেরকে এখন গণমানুষের আস্থা অর্জনে মরিয়া হয়ে কাজ করতে হবে। সময়ের দাবি অনুযায়ী নতুন নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা দিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। মানুষের আশা-আকঙ্ক্ষা দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সাথে নিজেদের যুক্ত করেই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন যেন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং ন্যায়-ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের কল্যাণ প্রতিষ্ঠার নতুন সূচনা হয়- সে জন্যই জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূখী রাজনীতিতে বিশ্বাসী।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, বান্দরবান জেলা আমির মাওলানা এস এম আব্দুচ্ছালাম আজাদ, রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, উত্তর জেলা আমির আলাউদ্দীন সিকদার, কক্সবাজার জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী প্রমুখ।

এ ছাড়া চট্টগ্রামের ২৩টি আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।