বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, আশ্বিন ৩০ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

খেলা

দক্ষিণ আফ্রিকার দরকার ২২৬ রান, পাকিস্তানের ৮ উইকেট

 প্রকাশিত: ১১:২৩, ১৫ অক্টোবর ২০২৫

দক্ষিণ আফ্রিকার দরকার ২২৬ রান, পাকিস্তানের ৮ উইকেট

লাহরো চলমান সিরিজের প্রথম টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ২২৬ রান এবং পাকিস্তানের প্রয়োজন ৮ উইকেট। স্বাগতিক পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২৭৭ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৫১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। 

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২১৬ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। বাকী ৪ উইকেটে মাত্র ৫৩ রান যোগ করে ২৬৯ রানে অলআউট হয় প্রোটিয়ারা। 

৮১ রান নিয়ে খেলতে নেমে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন টনি ডি জর্জি। শেষ পর্যন্ত ১৭১ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কায় ১০৪ রান করেন তিনি। বল হাতে পাকিস্তানের স্পিনার নোমান আলি ১১২ রানে ৬ উইকেট নেন। ২০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে নবমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন নোমান। 

প্রথম ইনিংস থেকে পাওয়া ১০৯ রানের লিডকে সাথে নিয়ে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ৩৩ রানে ২ উইকেট হারায় তারা। শুরুর চাপ সামাল দেন ওপেনার আব্দুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। 

তৃতীয় উইকেটে শফিকের সাথে ৩১ ও চতুর্থ উইকেটে শাকিলকে নিয়ে ৫৫ রান যোগ করেন বাবর। পঞ্চম উইকেটে ৩১ রান তুলেন শাকিল ও রিজওয়ান। এতে ৪ উইকেটে ১৫০ রানে পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু এরপর তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। 

দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির ঘূর্ণিতে ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে ১১৭ রানে ৬ উইকেট নেওয়া মুথুসামি দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নেন। তার সাথে আরেক স্পিনার সিমোন হার্মার ৫১ রানে ৪ উইকেট শিকার করেন। 

পাকিস্তানের হয়ে শফিক ৪১, বাবর ৪২, শাকিল ৩৮, রিজওয়ান ১৪ ও নোমান ১১ রান করেন।

২৭৭ রানের টার্গেটে খেলতে নেমে স্পিনার নোমানের ঘূর্ণিতে ১৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক আইডেন মার্করাম ৩ ও উইয়ান মুল্ডার শূন্য হাতে নোমানের শিকার হন। 

আরেক ওপেনার রায়ান রিকেলটন ২৯ ও জর্জি ১৬ রান নিয়ে দিন শেষ করেছেন। নোমান ২০ রানে নিয়েছেন ২ উইকেট