বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, আশ্বিন ৩০ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

খেলা

পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা

 প্রকাশিত: ০৭:৪৬, ১৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা

 বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামির ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২১৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে হাতে নিয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে প্রোটিয়ারা।  

লাহোরে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিন দলের রান ৫ উইকেটে ৩৬২তে নিয়ে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা।

এরপর মুথুসামির ঘূর্ণিতে ১৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৭৮ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ ৫ উইকেটের ৪টি নেন মুথুসামি। আগের দিন ২ উইকেট শিকার করেছিলেন তিনি। এতে ইনিংসে

মুথুসামির বোলিং ফিগার দাঁড়ায় ৩২ ওভারে ১১৭ রানে ৬ উইকেট। ৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে পাঁঁচ বা ততোধিক উইকেট নিলেন মুথুসামি। 

পাকিস্তানের হয়ে ৯৩ রান করে করেন ইমাম উল হক ও সালমান আঘা। এছাড়া অধিনায়ক শান মাসুদ ৭৬ ও মোহাম্মদ রিজওয়ান ৭৫ রান করেন। 

প্রথম ইনিংসে ৮০ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ৯৪ রান যোগ করে দলকে ১৭৪ রানে নেন টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন। এরপর ২৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। ফলে ৬ উইকেটে ২০০ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। 

সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৬ রান তুলে দিন শেষ করেছেন জর্জি ও মুথুসামি। জর্জি ৮১ ও মুথুসামি ৬ রানে অপরাজিত আছেন। এছাড়া রিকেলটন ৭১ রান করেন। 

পাকিস্তানের নোমান আলি ৪ উইকেট নেন।