বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, আশ্বিন ৩০ ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

খেলা

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

 প্রকাশিত: ১৩:২১, ১১ অক্টোবর ২০২৫

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

 উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার শেষ হয়েছে। 

শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

জেলা প্রশাসক বলেন, ‘খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তোলে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং শৃঙ্খলার মাধ্যমে খেলাধুলা করা উচিত। তোমাদেরকে আরও ভালো খেলতে হবে, ফুটবলের মান আরও উঁচুতে নিয়ে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। যারা আজ বিজয়ী হয়েছো, তারা ভালো খেলোয়াড়। তবে যারা পারেনি, তারাও অনুপ্রাণিত হবে পরেরবার আরও ভালো করতে।’

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। 

দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় জমে ওঠে রোমাঞ্চকর লড়াই। নারী ফুটবলের ফাইনালে অংশ নেয় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মতলবের কেএফটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। টানটান উত্তেজনাপূর্ণ ৩০ মিনিটের খেলায় মতলবকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। 

এরপর বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় চাঁদপুর সদর উপজেলার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং হাজীগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয়। প্রদ্বিন্দ্বীতাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ১-০ ব্যবধানে চাঁদপুর সদর দলকে হারিয়ে শিরোপা জয় করে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। 

এছাড়াও দু’দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় দাবা, কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। 

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা।