বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, মাঘ ৯ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কমিশনের প্রতিবেদন পেশ, সর্বনিম্ন বেতন ২০,০০০ সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আইসিসি সভায় ভোটের রায় বাংলাদেশের বিপক্ষে নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা ‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার রোজার আগেই এলপিজির সমস্যার সমাধান: জ্বালানি উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

ফিচার

সচেতন শিশুদের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্যবিয়ে

 প্রকাশিত: ০৯:২০, ১৫ মার্চ ২০২১

সচেতন শিশুদের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্যবিয়ে

'এই অপ্রাপ্ত বয়সে বিয়ের পিঁড়িতে বসা ঠিক হবে না। আমরা সবাই পড়ালেখা করছি। তোমারও পড়ালেখা চালিয়ে যেতে হবে, তারপর সমাজে প্রতিষ্ঠিত হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হবে।'

কথাগুলো বলছিল, বেসরকারি সংস্থা ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্সের উপজেলা শাখা সভাপতি তানজিলা জামান শিফা ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম মুন্নাসহ সংস্থাটির শিশু সদস্যরা। গতকাল রবিবার (১৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর করুণা গ্রামের মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তারা।

এসব শিশুর হস্তক্ষেপেই সন্ধ্যার পর এগিয়ে আসেন উপজেলা প্রশাসন, পুলিশ ও সংবাদকর্মী এবং বিভিন্ন বেসরকারি সামাজিক সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। একপর্যায়ে বন্ধ হয় মেয়েটির বাল্যবিয়ে।

জানা গেছে, উত্তর করুণা গ্রামের বাসিন্দা মো. আ. ছোবাহানের মেয়ে ও দক্ষিণ বেতাগী নাদেরিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী মোসা. শান্তা আক্তারের সঙ্গে  একই গ্রামের মো. দুলাল সিকদারে ছেলে অপ্রাপ্তবয়স্ক ছেলে মো. তানভির হোসেনের বিয়ে ঠিক হয়। মেয়ে মোসা. শান্তা আক্তারের স্বজনরা চড়াও হয়ে বিয়ে বন্ধ করতে অপারগতা প্রকাশ করেন। পরে বেতাগী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় বিয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আজ সোমবার (১৫ মার্চ) বিয়ের দিন ধার্য ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনের জিম্মায় ছেলে মেয়ের পরিবার পূর্ণ বয়স্ক বিয়ে না করানোর অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন  বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল রিফাদ, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, দপ্তর সম্পাদক ও মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর -কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটর অলি আহমেদ, বেতাগী থানার এসআই করুণ বিশ্বাস ও ধ্রুবতারা বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মিঠুন দে প্রমুখ।

অনলাইন নিউজ পোর্টাল