মেক্সিকোয় আবাসিক হোটেল থেকে ২০ বিদেশি নাগরিককে অপহরণ

মেক্সিকোয় সেন্ট্রাল সান লুইস পোতোসি রাজ্যের সোল–ই–লুনা একটি আবাসিক হোটেলে হামলা চালিয়ে অন্তত ২০ বিদেশিকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।
তবে জানা গেছে, অপহৃতদের অধিকাংশই হাইতি ও ভেনেজুয়েলার নাগরিক। খবর রয়টার্সের।
প্রতিবেদনে আরো বলা হয় ,ওই রাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিস সূত্রের বরাত দিয়ে ওই বন্দুকধারীরা ভবনটিতে হামলা চালিয়ে অতিথিদের লগবুক নিয়ে যায়। এর ফলে আঞ্চলিক রাজধানী থেকে প্রায় ১৯৫ কিলোমিটার উত্তরের মাতেহুয়ালা শহরের সোল–ই–লুনা হোটেল থেকে কাদের অপহরণ করা হয়েছিল তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
অনলাইন নিউজ পোর্টাল