ভোলায় চরফ্যাশনে আকস্মিক ঝড়ে ৫৫ ঘর বিধ্বস্ত

আকস্মিক ঝড়ে ভোলার চরফ্যাশন উপজেলার দু’টি গ্রামের অন্তত ৫৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান।উপজেলার আসলামপুর ও মাদ্রাজ গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবার খোলা আকাশের নিচে রয়েছে।
এছাড়া ঝড়ে শতাধিক গাছ ভেঙে পড়ায় বেতুয়া সড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের লোকজন গাছ কেটে সড়ক পরিষ্কার করার পর দুপুর থেকে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অনলাইন নিউজ পোর্টাল