বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ২ ১৪৩২, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পূর্ব শত্রুতার কারনে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

 প্রকাশিত: ০৯:৫৯, ৮ এপ্রিল ২০২১

পূর্ব  শত্রুতার কারনে  ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে তুচ্ছ এক সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭ এপ্রিল) রাতে মদনপুরের আন্দিরপাড় এলাকাতে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
 মদনপুরে তোতা মিয়ার ছেলে আলিম এবং সেলিমের সঙ্গে জুয়েল ও সোহেলের বিরোধীতা ছিল। এলাকাতে পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে তাদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে বুধবার রাতে মদনপুরে জুয়েলকে ছুরিকাঘাত করে আলিম ও সেলিমসহ আরও লোকজন। পরে জুয়েলকে স্থানীয় বারাকা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

অনলাইন নিউজ পোর্টাল