সোমবার ১০ নভেম্বর ২০২৫, কার্তিক ২৬ ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৬৭ জনের নামে মামলা ‘স্বতন্ত্র’ প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওং গাজা থেকে ফেরত আরেক জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ডিসি রদবদলে শুরু হল নির্বাচনি প্রশাসন সাজানো ছুটির দিনে ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি শীতের আগমনী হাওয়া: পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

ইসলাম

আমি একজন সাধারন মুসলমান

 প্রকাশিত: ১৩:০৯, ১৯ মে ২০২০

আমি একজন সাধারন মুসলমান

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

আমি কখনো একজন আমার বিপরীত বিশ্বাসের কাউকে খারাপ কিছু বলবোনা। গালি বা অশোভন কোন কিছু বলা অনেক দুরের বিষয়। একই সাথে আমিও আশা করবো আমার বিশ্বাসকে কেউ খারাপ না বলুক, গালি বা অশোভন কোন কিছু না বলুক।
দেখুন আমার মহান রবের মহান শিক্ষা: [৬:১০৮] আর তারা আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে যাদের উপাসনা করে তাদের গালি দিও না, পাছে তারাও শত্রুতাবশতঃ আল্লাহ্‌কে গালি দেয় জ্ঞানহীনতার জন্য।

দেখুন আমার প্রিয় হাবীব (সা:) এর মহান শিক্ষা: এক যুবক হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, আমাকে জেনার অনুমতি দিয়া দিন। সাহাবায়ে কেরাম (রা:) ইহা সহ্য করিতে না পারিয়া ভীষণ রাগান্বিত হইতে লাগিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে ডাকিয়া আরও কাছে আনিলেন এবং বলিলেন, দেখ তুমি কি ইহা পছন্দ কর যে, কোন ব্যক্তি তোমার মায়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল আমার জীবন আপনার উপর কোরবান হউক, ইহা কখনও হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অনুরুপভাবে কোন ব্যক্তি ইহা পছন্দ করে না যে, কেহ তাহার মায়ের সহিত জেনা করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলিলেন, তুমি কি ইহা পছন্দ কর যে, কোন ব্যক্তি তোমার মেয়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল আমার জীবন আপনার উপর কোরবান হউক, আমি ইহা কখনও পছন্দ করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ঠিক এইভাবেই অন্য কোন লোকও পছন্দ করে না যে, তাহার মেয়েদের সহিত জেনা করা হউক। এইভাবে বোন, খালা, ফুফুর বিষয়ও উল্লেখ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোআ করিলেন, ইয়া আল্লাহ ! তাহার অন্তরকে পবিত্র করিয়া দিন, গোনাহ মাফ করিয়া দিন এবং লজ্জাস্থানকে গোনাহ হইতে হেফাজত করুন।
এই হাদীছের বর্ণনাকারী বলেন, ইহার পর হইতে জেনার চাইতে ঘৃণিত তাহার নিকট আর কিছু্ই ছিল না।

মোটকথা, আমি যদি অন্যের সন্মান, মর্যাদা রক্ষা করি তাহলে আশা করতে পারি অন্যরাও আমার সন্মান, মর্যাদা রক্ষা করবে। কিন্তু পরিতাপের বিষয় এই যে আমাদের মধ্যে কেউ কারও সামান্যতম সন্মানের প্রতি ভ্রুক্ষেপ করিনা।

যার ফলে সর্বত্র অস্থিরতা, হানাহানি, মারামারি এবং সকলে একে অপরের হক নষ্ট করার ব্যপারে প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছি। কিছু মানুষের জন্য সমস্ত মানুষ কষ্ট পেতে পারেনা।

এখনই সময় এদেরকে বোঝানোর আর যদি একান্তই বুঝতে না চায় প্রয়োজন সুষ্ঠ পদক্ষেপ। পরিনাম কারও জন্যই মংগলজনক হবে না এটা সকলেরই অনুধাবন করা উচিৎ।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।

অনলাইন নিউজ পোর্টাল