শনিবার ১০ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২১ রজব ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে হতাহত ১৬ আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা ইরানে বড় সরকারবিরোধী বিক্ষোভ, তেহরানের সড়কে মানুষের ঢল ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম

আমি একজন সাধারন মুসলমান

 প্রকাশিত: ১৩:০৯, ১৯ মে ২০২০

আমি একজন সাধারন মুসলমান

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

আমি কখনো একজন আমার বিপরীত বিশ্বাসের কাউকে খারাপ কিছু বলবোনা। গালি বা অশোভন কোন কিছু বলা অনেক দুরের বিষয়। একই সাথে আমিও আশা করবো আমার বিশ্বাসকে কেউ খারাপ না বলুক, গালি বা অশোভন কোন কিছু না বলুক।
দেখুন আমার মহান রবের মহান শিক্ষা: [৬:১০৮] আর তারা আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে যাদের উপাসনা করে তাদের গালি দিও না, পাছে তারাও শত্রুতাবশতঃ আল্লাহ্‌কে গালি দেয় জ্ঞানহীনতার জন্য।

দেখুন আমার প্রিয় হাবীব (সা:) এর মহান শিক্ষা: এক যুবক হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, আমাকে জেনার অনুমতি দিয়া দিন। সাহাবায়ে কেরাম (রা:) ইহা সহ্য করিতে না পারিয়া ভীষণ রাগান্বিত হইতে লাগিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে ডাকিয়া আরও কাছে আনিলেন এবং বলিলেন, দেখ তুমি কি ইহা পছন্দ কর যে, কোন ব্যক্তি তোমার মায়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল আমার জীবন আপনার উপর কোরবান হউক, ইহা কখনও হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অনুরুপভাবে কোন ব্যক্তি ইহা পছন্দ করে না যে, কেহ তাহার মায়ের সহিত জেনা করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলিলেন, তুমি কি ইহা পছন্দ কর যে, কোন ব্যক্তি তোমার মেয়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল আমার জীবন আপনার উপর কোরবান হউক, আমি ইহা কখনও পছন্দ করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ঠিক এইভাবেই অন্য কোন লোকও পছন্দ করে না যে, তাহার মেয়েদের সহিত জেনা করা হউক। এইভাবে বোন, খালা, ফুফুর বিষয়ও উল্লেখ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোআ করিলেন, ইয়া আল্লাহ ! তাহার অন্তরকে পবিত্র করিয়া দিন, গোনাহ মাফ করিয়া দিন এবং লজ্জাস্থানকে গোনাহ হইতে হেফাজত করুন।
এই হাদীছের বর্ণনাকারী বলেন, ইহার পর হইতে জেনার চাইতে ঘৃণিত তাহার নিকট আর কিছু্ই ছিল না।

মোটকথা, আমি যদি অন্যের সন্মান, মর্যাদা রক্ষা করি তাহলে আশা করতে পারি অন্যরাও আমার সন্মান, মর্যাদা রক্ষা করবে। কিন্তু পরিতাপের বিষয় এই যে আমাদের মধ্যে কেউ কারও সামান্যতম সন্মানের প্রতি ভ্রুক্ষেপ করিনা।

যার ফলে সর্বত্র অস্থিরতা, হানাহানি, মারামারি এবং সকলে একে অপরের হক নষ্ট করার ব্যপারে প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছি। কিছু মানুষের জন্য সমস্ত মানুষ কষ্ট পেতে পারেনা।

এখনই সময় এদেরকে বোঝানোর আর যদি একান্তই বুঝতে না চায় প্রয়োজন সুষ্ঠ পদক্ষেপ। পরিনাম কারও জন্যই মংগলজনক হবে না এটা সকলেরই অনুধাবন করা উচিৎ।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।

অনলাইন নিউজ পোর্টাল