শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

সাহিত্য

জীবনের গল্প - ৩

প্রথম অংশ

 প্রকাশিত: ১১:০০, ৪ অক্টোবর ২০২০

জীবনের গল্প - ৩

দুজনেরই রাগ মাত্রা ছাড়িয়েছে। লোপ পেয়েছে স্বাভাবিক চেতন। মানুষ যখন রাগের কাছে হার মানে, বিবেক তার নিস্ক্রিয় হয়ে যায়। শয়তান এসে কুমন্ত্রণা দিতে থাকে। উত্তেজনায় পাগল করে দিতে চায়। এখানেও তাই হল; একজনের ঘুষিতে আহত হল অপরজন। ভেঙ্গে গেছে সামনের দুটি দাঁত।

 

ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছুটে চলছেন। গন্তব্য আদালত। কাজীর কাছে বিচার চাইতে হবে। দু’দুটো দাঁতের বিচার। চাইলে সেখানেই প্রতিপক্ষকে আঘাত করা যেত। কিন্তু এভাবে নিজে শোধ নেওয়াটা ইসলাম সমর্থণ করে না। সভ্যতার ধারক সাহাবা কেরাম নীতির মানদণ্ডে উত্তীর্ণ। তাইতো এই ছুটে চলা।

 

মনোযোগ দিয়ে অভিযোগ শোনা হল। এবার রায় দেওয়া হবে। ইনসাফ ও সাম্যের রায়। বিচারক হযরত মুয়াবিয়া রাদি. । বাদীকে বললেন, আপনার জন্য একটি পরামর্শ রয়েছে। বিবাদির সাথে মিমাংসার করতে পারেন। সে আপনাকে ক্ষতিপূরণ দিবে। বিনিময়ে আপনি অভিযোগ তুলে নিবেন। কারন বিচারে সে শাস্তি পেলেও আপনার দাঁত তো ফিরে পাবেন না!

 

বাদী সন্ধিতে অনাগ্রহী। ফয়সালা ঘোষণা হল; বিবাদিরও দুই দাঁত যাবে। এবার রায় নিয়ে ছুটে চলা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: