বুধবার ০১ মে ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চূড়ান্ত ফলাফল জানতে আর কত দেরি

যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০২০

 প্রকাশিত: ১৫:৪৫, ৬ নভেম্বর ২০২০

চূড়ান্ত ফলাফল জানতে আর কত দেরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবারে অনুষ্ঠিত হলেও আমরা এখনো কোনো বিজীয় পাইনি। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এগিয়ে রয়েছে বাইডেনই।

জর্জিয়াতে দুই প্রার্থী আসলে সমতায় রয়েছেন। ট্রাম্প সেখানে এগিয়ে থাকলেও ব্যবধান নেমে এসেছে মাত্র ৬০০ ভোটে। কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ব্যালট গণনা চালিয়ে যাবেন এবং শুক্রবারের মধ্যে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

প্রায় ৮৯% ভোট গণনা শেষে নেভাদায় ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

পেনসিলভানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান ২০ হাজার ভোটে নেমে এসেছে। সেখানে এখনো লক্ষাধিক ভোট গণনা বাকি।

অ্যারিজোনায় বাইডেন অনেক ভোটে এগিয়ে থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ভোটে। আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় এখনো ভোট গণনা চলছে, দুই রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: