বুধবার ১৫ মে ২০২৪, জ্যৈষ্ঠ ১ ১৪৩১, ০৭ জ্বিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

রুশ অগ্রযাত্রার মধ্যেই পূর্ব দোনেৎস্কে ভারী হামলা প্রতিহত করছে ইউক্রেন

 প্রকাশিত: ১৫:৩৭, ২৯ এপ্রিল ২০২৪

রুশ অগ্রযাত্রার মধ্যেই পূর্ব দোনেৎস্কে ভারী হামলা প্রতিহত করছে ইউক্রেন

ইউক্রেন সোমবার বলেছে, তারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনীর ৫৫টি  হামলা ব্যর্থ করেছে করে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির অবনতির কথা স্বীকার করার একদিন পর তারা রাশিয়ার এসব হামলা প্রতিহত করার কথা জানালো। খবর এএফপি’র।

সপ্তাহান্তে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরেকটি গ্রাম নভোবাখমুটিভকা দখল করে নেওয়ার দাবি করেছে। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ইউক্রেন সেনাবাহিনী বলেছে, তারা নভোবাখমুটিভকার উত্তর ও পশ্চিমের বেশ কয়েকটি গ্রামে রুশ বাহিনীর ‘৫৫টি হামলা প্রতিহত করেছে’।

এসব গ্রামের মধ্যে ওচেরেতাইন গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে রোববার ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে।
খবরে বলা হয়, গ্রামগুলো আদভিভকার কেন্দ্রের উত্তরে অবস্থিত। গত  ফেব্রুয়ারিতে রাশিয়ার সৈন্যরা এটি দখল করে নেয়। এরপর থেকে মস্কোর বাহিনী দোনেৎস্ক অঞ্চলের গভীরে ঢুকে।

মন্তব্য করুন: