বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন `সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রথম সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা চার দিন ভারী বৃষ্টি হতে পারে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে হারিকেন মেলিসা ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের অভিযানে নিহত ৬৪ আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান, কাবুলকে কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক

চলতি বছর ইরানে ৪শ’রও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

 প্রকাশিত: ১২:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৪

চলতি বছর ইরানে ৪শ’রও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

ইরানে গত আগস্টে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা। চলতি বছরের এই পর্যন্ত দেশটিতে মোট ৪শ’ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জাতিসংঘের ১১টি বিশেষজ্ঞের একটি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র আগস্ট মাসে ইরানে কমপক্ষে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা ছিল জুলাই মাসের চেয়ে ৪৫ জনেরও বেশি।

তারা বলেছেন, ২০২৪ সালের শুরু থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৪শ’রও বেশি। এর মধ্যে ১৫ জন নারীও রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত বিশেষজ্ঞরা বলেন, ‘মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীন ছাড়া অন্য যে কোনও দেশের তুলনায় ইরান প্রতি বছর বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং বিচারবহির্ভূত, সংক্ষিপ্ত এবং নির্বিচারে মৃত্যুদণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গত মাসে ৪১টি মৃত্যুদ- কার্যকর হয়েছে মাদক অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের।

তারা বলেছেন, ‘মাদক অপরাধের জন্য মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানদ- লঙ্ঘন করে।

বিশেষজ্ঞরা ২০২১ সাল থেকে ইরানে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের উল্লেখযোগ্য হারে বৃদ্ধিতে দুঃখ প্রকাশ করেছেন। শুধুমাত্র গত বছর ৪শ’জনের বেশি ও লোকের মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।