মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

দাম বেড়ে সোনার ভরি ৭৩,৪৮৩ টাকা

 প্রকাশিত: ১৭:০২, ২৩ মে ২০২১

দাম বেড়ে সোনার ভরি ৭৩,৪৮৩ টাকা

হাতের নাগালের বাইরে চলে গেলো সোনার দাম।  আবারও দাম  বেড়ে গেলো স্বর্ণের । আজ রোববার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকায়।  

গত শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়।  আজ থেকে সেটি কার্যকর হলো।  এ দফায় ভরিতে বেড়েছে ২ হাজার ৪১ টাকা।

১২ দিন আগে ১০ মে দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়।  মাত্র ১২ দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা।

এর আগে গত বছরের ৬ আগস্ট দেশে সোনার দাম বাড়তে বাড়তে ভরিতে ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল।  সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।

আজকে  থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা।  এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি ৫১ হাজার ২৬৩ টাকা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: