মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

 প্রকাশিত: ১৭:১০, ২ আগস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

করোনা মহামারির মধ্যে ডেঙ্গুর প্রকোপও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৮৭ জন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রাজধানীতেই রোগীর সংখ্যা ২৭৯ জন। 

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য বলছে, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন রোগী। বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৭৮ জন রোগী ভর্তি হয়েছেন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৪০ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৩৮ জন রোগী।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ১৮২ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০০ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: