বুধবার ০১ মে ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদক বিরোধী অভিযান, আটক ৫

 প্রকাশিত: ০৯:১৪, ২৭ জুন ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদক বিরোধী অভিযান, আটক ৫

 আবারও  (ঢাবি) ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শনিবার  দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ৫ বহিরাগতকে মাদকসহ আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুর সঙ্গে ভয়ঙ্কর মাদকের সংশ্লিষ্টতা পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা ও প্রক্টরিয়াল টিম যৌথ অভিযান পরিচালনা করে।
তবে এই  বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. আবদুর রহিম জানান, মাদকের ভয়াবহতা থেকে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। আজকে অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান থাকবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: