বুধবার ০১ মে ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টানা বর্ষণে জনজীবন বিপাকে

 প্রকাশিত: ১৭:৪৯, ১৯ জুন ২০২১

টানা বর্ষণে জনজীবন বিপাকে

শুরু হয়েছে আষাঢ়ের গুঞ্জন। আষাঢ়ের টানা বর্ষণে ঝিনাইদহে ছন্দপতন ঘটেছে জনজীবনে। শুক্রবার দিনব্যাপী ও শনিবার ভোর থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনো ভারি আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন শহরের পথচারীরা। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। বৃষ্টির কারণে দোকান-পাটে আশ্রয় নিতে দেখা গিয়েছে লোকজনদের। সব থেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কাজের সন্ধানে বের হয়ে কাজ না পেয়ে অনেককে বসে থাকতে দেখা গিয়েছে।

 হাটগোপালপুর এলাকার বাসিন্দা মসিউর রহমান বলেন, 'সকালে শহরে এসেছি একজনের সাথে দেখা করার জন্য। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। এখন ভিজেই কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে।'
এদিকে, বৃষ্টির কারণে তলিয়ে যাচ্ছে আউশ ধানের বীজতলা। নষ্ট হচ্ছে মরিচ, সবজিসহ অন্যান্য ফসল। এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ডা. জাহিদুল করিম বলেন, 'আউশ ধানের বীজতলা তলিয়ে গেলে বীজতলার ক্ষতি হতে পারে। এছাড়াও অন্যান্য ফসলের জমিতে যেন পানি জমে না থাকে তা খেয়াল রাখতে হবে। জমিতে পানি জমে থাকলে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।'

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: