শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ১৮ ১৪৩২, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা

 প্রকাশিত: ১০:৩২, ৩ অক্টোবর ২০২৫

গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা

ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানব সভ্যতার অগ্রযাত্রায় জ্ঞান অন্যতম চালিকাশক্তি। এই জ্ঞান অর্জন, বিকাশ ও প্রসারের অন্যতম মাধ্যম হলো গবেষণা, আর গবেষণালব্ধ বই হলো যুগের আলোকবর্তিকা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে চলমান ইসলামী বইমেলা প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী রচিত ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, গবেষণাধর্মী গ্রন্থ রচনার মাধ্যমে লেখক অনুসন্ধানের ফলাফল, নিজের উপলব্ধি ও চিন্তাধারাকে প্রকাশ করেন। এর মাধ্যমে জ্ঞানের নতুন দিক উন্মোচিত হয় এবং জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়। তাই গবেষণালব্ধ গ্রন্থ নিছক কোনো বই নয়; এটি যুগের দর্পণ এবং ভবিষ্যতের আলোকবর্তিকা।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, গবেষণার মূল উদ্দেশ্য হলো অজানাকে জানা ও বিদ্যমান জ্ঞানের পরিধি সম্প্রসারণ করা। গবেষণাধর্মী গ্রন্থের মাধ্যমে সেই নতুন জ্ঞান বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এর ফলে নতুন প্রজন্ম তাদের চিন্তা শক্তিকে বিকশিত করতে পারে এবং বিভিন্ন জটিল সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। 

অনুষ্ঠানে গ্রন্থের রচয়িতা প্রফেসর ড. আহমদ আলীও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দু’খণ্ডে প্রকাশিত এ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার। 

বইটিতে আধুনিক যুগের নানা চিন্তাধারা ও মতবাদকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে, যা শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।