মিয়ানমারের স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালিয়েছে জান্তা সরকার

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালয়ে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামা স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।
জানা গেছে, সামরিক অভ্যুত্থানবিরোধী কিছু স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করতে মান্দালয়ে জড়ো হন ভোরে। কিন্তু সেনারা দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেন এবং গুলি চালান। পরে এখান থেকে কয়েকজনকে আটকও করা হয়। তবে এ ঘটনায় হতাহত ও আটকের বিস্তারিত জানা যায়নি।
এদিকে গত দু’দিন ধরে দেশটিতে ইন্টারনেট সেবা সীমিত করেছে জান্তা সরকার। এ কারণে তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
অনলাইন নিউজ পোর্টাল