শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

করোনায় তাজমহলসহ বেশ কিছু দর্শনীয় স্থান সাময়িক বন্ধ ঘোষণা

 প্রকাশিত: ২০:০৭, ১৬ এপ্রিল ২০২১

করোনায় তাজমহলসহ বেশ কিছু দর্শনীয় স্থান সাময়িক বন্ধ ঘোষণা

করোনাভাইরাসে দিশেহারা ভারতে সংক্রমণ হ্রাসকল্পে ঠেকাতে এবার তাজমহলসহ দেশটির বেশ কিছু দর্শনীয় স্থান পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে পর পর তিনদিন দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সহস্রাধিক ছাড়ানোর পর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এই সিদ্ধান্ত নেয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জনে। এছাড়াও মৃত্যুর পরিসংখ্যান বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩০৪ জন হয়েছে।
এ অবস্থায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানায়, শুক্রবার থেকে তাদের অধীনে থাকা সব দর্শনীয় স্থানগুলো বন্ধ করা হবে। এর মধ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিরলা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল