বৃহস্পতিবার ০২ মে ২০২৪, বৈশাখ ১৮ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে অচল সিলেট, বিপর্যস্ত জনজীবন

 প্রকাশিত: ১৮:১৫, ২৪ ডিসেম্বর ২০২০

পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে অচল সিলেট, বিপর্যস্ত জনজীবন

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ডাকা চলমান পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে কার্যত অচল হয়ে পড়েছে সিলেট বিভাগ। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়।

৭২ ঘণ্টার টানা ধর্মঘটের তৃতীয় দিন বৃহস্পতিবারও দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করেনি। ফলে সিলেটের সঙ্গে রাজধানী ঢাকাসহ আন্তঃজেলা সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে। এ অবস্থায় ট্রেনই একমাত্র ভরসা হওয়ায় এতে যাত্রীদের উপচেপড়া ভিড়। অনেকের পক্ষে ট্রেন ভ্রমণ সম্ভব হচ্ছে না। বিভিন্ন গন্তব্যের যাত্রী ও আটকেপড়া লোকজন অসহায় হয়ে পড়েছেন।

পরিবহের ধর্মঘটের কারণে যেতে না পারায় দূর গন্তব্যের অনেকেই আটকা পড়েছেন। অন্যদিকে পণ্য পরিবহনেও দেখা দিয়েছে সমস্যা।

সিলেট নগরীতে চলাচলকারীরা রিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাতায়াত করছেন। এজন্য তাদেরকে বেশি ভাড়া দিতে হচ্ছে।

গত মঙ্গলবার থেকে টানা তিন দিনের ধর্মঘটে নামে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ, বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পাথর ব্যবসায়ী মালিক ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার ধর্মঘটের তৃতীয় দিন চলছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: