মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প

 প্রকাশিত: ১৫:৫৫, ১৫ এপ্রিল ২০২৪

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প

পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫ ভাগ। তবে এতে সুনামির কোনো সতর্কতা নেই। মার্কিন ভূমিকম্পবিদরা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউ ব্রিটেন দ্বীপের কিম্বে থেকে প্রায় ১১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, এই ভূমিকম্পের ঘটনায় ‘সুনামির কোনো হুমকি নেই’। এতে তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

গত মাসে এই অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে পাঁচজন প্রাণ হারায় এবং প্রায় ১ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়।

মন্তব্য করুন: