মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে মৌসুমী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৫০ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৮:২২, ৯ আগস্ট ২০২০

পাকিস্তানে মৌসুমী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৫০ জনের মৃত্যু

সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুন, সিন্ধু, পাঞ্জাব, গিলগিত-বলতিস্তান প্রদেশে টানা তিন দিনের মৌসুমী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
 
খবর অনুযায়ী, বৃষ্টিপাতে সিন্ধু প্রদেশের ১০০ বাড়িঘর ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। প্লাবিত হয়েছে নালা-খাল। প্রদেশটির বন্যায় আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে সেনাবাহিনী। 

এদিকে বৃষ্টিপাতে বেলুচিস্তানেও ব্যাপক ক্ষতি সাধন হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বন্যার কারণে প্রদেশটির অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আর কয়েক ডজন মানুষ নিখোঁজের কথা জানিয়েছেন প্রদেশটি দুর্যোগ ব্যবস্থানা কর্তৃপক্ষের মুখপাত্র।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: