মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রিটেনে প্রায় ৫০ হাজার লোককে দেওয়া হয়েছে করোনার ভুল সনদ

 প্রকাশিত: ১৭:৩৩, ১৬ অক্টোবর ২০২১

ব্রিটেনে প্রায় ৫০ হাজার লোককে দেওয়া হয়েছে করোনার ভুল সনদ

বিশ্বের নেতৃত্বস্থানীয় বিভিন্ন দেশে করোনাভাইরাস পরীক্ষার ভুল সনদ দেয়ার ঘটনা ঘটার পর এবার যুক্তরাজ্যেও ঘটেছে একই ধরনের ঘটনা।
দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত মানুষদেরকে ভুল করে কোভিড ‘নেগেটিভ’ সনদ দেওয়া নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ঘটনায় বন্ধও করা হয়েছে একটি কোভিড-১৯ পরীক্ষাগার।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ‘ইউকেএইচএসএ’ শুক্রবার একথা জানিয়েছে। ঘটনাটি তদন্তেরও নির্দেশ দিয়েছে ইউকেএইচএসএ কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ মধ্য ইংল্যান্ডে উলভারহ্যাম্পটনের একটি পরীক্ষাগারে এরই মধ্যে ঘটনার তদন্তও শুরু করেছে।

মানুষজন র‍্যাপিড ল্যাটারাল ফ্লো ডিভাইসে (এলএফডি) করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর পিসিআর পরীক্ষার নেগেটিভ ফল পাওয়ার কথা জানানোর পর উলভারহ্যাম্পটনের পরীক্ষাগারে এই তদন্ত শুরু হল।

৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে মানুষ ল্যাব টেস্টের এমন ভুল রিপোর্ট পেয়েছে। যারা এমন সনদ পেয়েছেন, তাদের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: