বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

 প্রকাশিত: ১১:২১, ২১ সেপ্টেম্বর ২০২২

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

দিনাজপুর শিক্ষা বোর্ড ,অনিবার্য কারণে চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর বোর্ডের উপ পরীক্ষক নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও কৃষিবিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এসব বিষয় ছাড়া বাকি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে।

সারাদেশে ১৫ সেপ্টেম্বর একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন: