মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউনের খবরে গ্রামে ছুটছে মানুষ

 প্রকাশিত: ১৫:৩৯, ২৭ জুন ২০২১

লকডাউনের খবরে গ্রামে ছুটছে মানুষ

দেশব্যাপী সরকার ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর কর্মস্থল ছেড়ে দেশের দক্ষিণবঙ্গগামী মানুষের ঢল নেমেছে আজও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।
রোববার (২৭ জুন) সকাল ৬টা থেকে দেখা যায়, পুলিশের বসানো চেকপোস্ট উপেক্ষা করে বিভিন্ন পথে ছোট যানবাহনে করে যাত্রীরা ঘাট এলাকায় জরো হচ্ছেন। ঘাটে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী প্রতিটি ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড়। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার মো. আহম্মেদ আলি বলেন, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে।লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও ঘাটে আসছে যাত্রী ও ব্যক্তি গত গাড়ি যার চাপ অসহনীয়।
তিনি আরো বলেন, যাত্রী নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর যাত্রী নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নয়। দুপুর ১টার দিকে ঘাট এলাকায় সাড়ে ছয় শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে বলে জানানো হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: