মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৭ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পূর্ণ গতিতে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ

 প্রকাশিত: ১৩:০০, ৩ জানুয়ারি ২০২১

পূর্ণ গতিতে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পের কাজ পূর্ণ গতিতে চলছে। এরই মধ্যে এ প্রকল্পের ৪৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কাজের এ ধারা অব্যাহত থাকলে আগামী বছরের জুনের মধ্যেই এ রুট রেল চলাচলের উপযোগী হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেললাইন তৈরির জন্য মাটি ভরাট কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৬৫ শতাংশ। প্রকল্পের ৯টি স্টেশন বিল্ডিংয়ের মধ্যে ৫টির প্রায় ২০ শতাংশ নির্মাণ কাজ হয়েছে। ১৪৫টি কালভার্টের মধ্যে ৭০টির কাজ শেষ হয়েছে। ৩০টি কালভার্টের কাজ চলছে দ্রুত গতিতে। ৩৯টি ব্রিজের মধ্যে ৩০টির কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে।

এদিকে কক্সবাজারের নির্মাণাধীন সর্বাধুনিক স্টেশন আইকনিক বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে ২০ শতাংশ। বনাঞ্চলের ভেতরে হাতি চলাচলের জন্য তৈরি করা হচ্ছে ২টি আন্ডারপাস। ওভারপাস তৈরির কাজও দ্রুততার সঙ্গে চলছে।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পে পরিচালক মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পে ডিসেম্বর পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। আশা করছি আগামী বছরের জুনের মধ্যেই রেল চলাচলের উপযোগী হবে।

তিনি আরো বলেন, করোনা প্রাদুর্ভাবের পর বর্ষাকাল এ প্রকল্পের কাজের গতিতে বড় ধরনের ধাক্কা দেয়। তবে গত বছরের নভেম্বর থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, সারাদেশের সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চট্টগ্রাম-কক্সবাজারের সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য রেললাইন নির্মাণের উদ্যোগ নেয় সরকার।

বাংলাদেশ সরকার ও এডিবির যৌথ অর্থায়নে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। সমীক্ষা শেষে ২০১০ সালের ৬ জুলাই নতুন রেললাইন স্থাপনের জন্য ডিপিপি অনুমোদন দেয় সরকার। ২০১৮ সালের মার্চে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চলাচলের উপযুক্ত হলে তা দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে। এতে করে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে যাতায়াত খুবই সহজ হবে। উন্নতি হবে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থারও।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: