শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ১৭ ১৪৩২, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম

 প্রকাশিত: ২০:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম

চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। দুর্গাপূজা উদযাপনে পূজার্থীরা এবার অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে।

তাই আগামীর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আইনশৃঙ্খলা, সামগ্রিক অর্থনীতিসহ যাবতীয় মৌলিক বিষয়গুলো যাতে সুন্দর হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। পূজা পরিমণ্ডলে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমরা সবাই উৎসবমুখর পরিবেশে আমাদের নাগরিক দায়িত্ব পালন করবো। যাকে ইচ্ছে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে সামনে যে সরকার আসবে, সে সরকার যেনো আমাদের মনের সব চাওয়া পূরণ করতে পারে, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই। 

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।