শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৩ ১৪৩২, ০৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সম্পদের প্রতি শেখ হাসিনার ‘এত লোভ’! বিস্মিত বিচারক হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না ঢাকায় মৃদু ভূমিকম্প ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা, সেনা থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ দুটি ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি হাসিনা পরিবারের রায়ে হতাশ দুদক ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা লঘুচাপ পরিণত নিম্নচাপে, বন্দরে সংকেত হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, অবস্থা সঙ্কটজনক হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

শিশু

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আরএমপি

 প্রকাশিত: ১৪:৫২, ২৪ নভেম্বর ২০২৫

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : হারিয়ে যাওয়া শিশু সায়নকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা। গতকাল রোববার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, রোববার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশ। শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে পার ছিল না। পরে তার স্কুল ব্যাগের খাতায় লেখা নাম দেখে জানা যায় শিশুটির নাম সায়ন।

 

উদ্ধারের পর শিশুটিকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়। পরবর্তীতে শিশুটির পরিচয় জানতে আরএমপির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তা দেখে শিশুটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

 

তিনি আরও বলেন, তথ্য যাচাই-বাছাই শেষে, আজই (রোববার) শিশুটিকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাসুমা মুস্তারী। 

 

নিজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার অত্যন্ত আনন্দিত। শিশুটিকে উদ্ধার ও নিরাপদে ফেরত দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।