শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৩ ১৪৩২, ০৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সম্পদের প্রতি শেখ হাসিনার ‘এত লোভ’! বিস্মিত বিচারক হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না ঢাকায় মৃদু ভূমিকম্প ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা, সেনা থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ দুটি ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি হাসিনা পরিবারের রায়ে হতাশ দুদক ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা লঘুচাপ পরিণত নিম্নচাপে, বন্দরে সংকেত হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, অবস্থা সঙ্কটজনক হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

শিশু

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৯:০৫, ২১ নভেম্বর ২০২৫

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

 

আজ বৃহস্পতিবার দুপুরে রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটে। ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

 

ওই দুই শিশু হলো, গ্রামের হাফেজ বাড়ির মো. আহসানের ২১ মাস বয়সী মেয়ে সাদিয়া আক্তার এবং আহসানের ভাই সালাউদ্দিনের ২২ মাস বয়সী ছেলে আরিয়ান হোসেন। দুজনই ওমান প্রবাসী দুই ভাইয়ের সন্তান।

 

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল ছোট্ট সাদিয়া ও আরিয়ান। এ সময় আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তাদের অগোচরে তারা বাড়ির গেট পেরিয়ে বাইরে চলে যায়।

 

কিছুক্ষণ পর নাছরিন আক্তার নামে এক প্রতিবেশী বাড়ির পাশের পুকুরে দুই শিশুর দেহ ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল হাসান জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

 

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।