শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৩ ১৪৩২, ০৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

সম্পদের প্রতি শেখ হাসিনার ‘এত লোভ’! বিস্মিত বিচারক হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না ঢাকায় মৃদু ভূমিকম্প ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা, সেনা থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ দুটি ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি হাসিনা পরিবারের রায়ে হতাশ দুদক ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা লঘুচাপ পরিণত নিম্নচাপে, বন্দরে সংকেত হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, অবস্থা সঙ্কটজনক হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

শিশু

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত

 প্রকাশিত: ১৯:০১, ২১ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত

নারায়ণগঞ্জ, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সি একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির মা কুলসুম বেগম (৩০) সহ আরো একজন আহত হয়েছেন।

 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা ৩৮ মিনিটে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

 

নিহত ফাতেমা ওই ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রূপগঞ্জের ইসলামবাগের একটি বাড়িতে দুই ছেলে-মেয়ে নিয়ে ভাড়া থাকেতেন তাদের পরিবার। 

 

ভূমিকম্পের সময় ফাতেমার মা আতঙ্কিত হয়ে বাড়ির বাহিরে রাস্তায় ফাতেমাকে কোলে নিয়ে আসেন। এ সময় প্রতিবেশী জেসমিন বেগমও (৩৫) ঘর থেকে বের হয়ে সড়কে এসে দাঁড়ান। এ সময় সড়কের পাশে থাকা একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। ইটের চাপায় ঘটনাস্থলেই শিশু ফাতেমা নিহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ বিষয়ে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।