শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

৪৬১ উপজেলায় শতভাগ বিদ্যুৎ: প্রতিমন্ত্রী

 প্রকাশিত: ১১:৩৫, ২ সেপ্টেম্বর ২০২১

৪৬১ উপজেলায় শতভাগ বিদ্যুৎ: প্রতিমন্ত্রী

গতকাল জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনের এমপি মমতা হেনা লাভলীর প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন দেশের ৪৬১ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের ৯৯ দশমিক ৫ শতাংশের বেশি জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়েছে।

“পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্গম অফগ্রিড এলাকা ছাড়া মুজিববর্ষে গ্রিড-অফগ্রিড নির্বিশেষে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম নিশ্চিতের রোডম্যাপ করে নিবিড় তদারকির মাধ্যমে তা বাস্তবায়ন হচ্ছে।”

সরকার দলীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদ প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের দেশে উৎপাদিত বিদ্যুতের ৫৬ দশমিক ৪২ ভাগ আবাসিক খাতে, ১০ দশমিক ৫৮ ভাগ বাণিজ্যিক খাত এবং ২৮ দশমিক ৪০ ভাগ শিল্পখাতে ব্যবহার হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “চলমান শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রমের কারণে আবাসিক খাতে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রম ও ইকোনোমিক জোনগুলো পর্যায়ক্রমে চালু হলে শিল্প খাতেও বিদ্যুতের ব্যবহারে পর্যায়ক্রমে বাড়বে।”

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: