শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

স্পেশাল

২০২১ সালে প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট

 প্রকাশিত: ২২:৫৮, ১৭ আগস্ট ২০২০

২০২১ সালে প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট

 আগামী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ সোমবার বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে বিটিসিএল আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ফোরজি মোবাইল নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দেয়ার প্রচেষ্টা চলছে। আশা করছি, ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ডিজিটালাইজেশনের আদর্শের পথ ধরে গত ১১ বছরে ‘বিস্ময়কর’ ডিজিটাল বিপ্লব হয়েছে। ২০০৮ সালেও দেশে আট জিবিপিএস ইন্টারনেট ব্যবহার হতো এবং ব্যবহারকারী ছিল মাত্র আট লাখ। বর্তমানে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক-নির্দেশনায় দেশে ১৭০০ জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটিতে পৌঁছেছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: