বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ০১ জ্বিলকদ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের শায়খুল হাদিসের ইন্তেকাল

 প্রকাশিত: ০৯:২০, ২১ জানুয়ারি ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের শায়খুল হাদিসের ইন্তেকাল

বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের প্রবীণ আলেম ও শায়খুল হাদিস মুফতি কারি মুহাম্মদ ইরশাদ হুসাইন কাসেমি ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ছিলেন মংডুর অধিবাসী।

মুফতি ইরশাদ হুসাইন ১৯৬৫ সালের আগ পর্যন্ত মিয়ানমারের সরকারি রেডিওতে কোরআন তিলাওয়াত করতেন বলেও জানা যায়। রাখাইন অঞ্চলে সরকারি বাহিনী অভিযান শুরু করা এবং নিজ দেশের নাগরিকত্ব হারানোর পর তিনি বাংলাদেশে আশ্রয় নেন।

মুফতি ইরশাদ হুসাইন কাসেমি ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে প্রাতিষ্ঠানিক লেখাপড়া সম্পন্ন করেন এবং আরাকানের মংডুতে অবস্থিত জামিয়া আশরাফিয়ায় কর্মজীবন শুরু করেন। একসময় শায়খুল হাদিস পদে উন্নীত হন। এ ছাড়া তিনি ক্যালিগ্রাফিশিল্পে পারদর্শী ছিলেন।

তিনি সোমবার দুপুর ২টায় বালুখালি আশ্রয় শিবিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মঙ্গলবার সেখানেই তাঁর জানাজা সম্পন্ন হয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: