শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে ভারতের মুকেশ আম্বানি

 প্রকাশিত: ১১:০৩, ৯ আগস্ট ২০২০

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে ভারতের মুকেশ আম্বানি

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। শনিবার ব্লুমবার্গ বিলিনিয়ার্সের ইনডেক্সের এক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির মূল্য ৮ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এক বছরে তার সম্পদের পরিমাণ ২ হাজার ২০০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, বর্তমানে আম্বানির চেয়ে এগিয়ে রয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে বেজোসের ১৮ হাজার ৭০০ কোটি ডলার, বিল গেটসের ১২ হাজার ১০০ কোটি ডলার এবং জাকারবার্গের ১০ হাজার ২০০ কোটি ডলার।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: