শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

 প্রকাশিত: ১৫:০১, ২ মে ২০২১

তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা। এর আগে গত জানুয়ারি মাসের ২৫ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ নয় হাজার টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৩৩২ টাকা, যা আগের দিনের তুলনায় ১০ কোটি টাকা কম।

সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৬৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৪টি কোম্পানির। দর কমেছে ৮৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: