বুধবার ০৮ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

কেউ যান আগে, কেউ পরে

 প্রকাশিত: ১২:০৫, ২৬ মার্চ ২০২১

কেউ যান আগে, কেউ পরে

আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জীবনের প্রস্তুতি গ্রহণের তাওফীক দান করুন। মুমিনের বড় চিন্তা এটাই হওয়া চাই যে, কীভাবে তার মৃত্যু সুন্দর হবে, কবরের জীবন শান্তিময় হবে এবং হাশর-নাশর ও আখিরাতের গোটা জীবন প্রশান্তিময় হবে।


ঐ জীবন সম্পর্কে প্রতিনিয়ত আমাদেরকে সজাগ করে চলেছে অনেক কিছু। যার একটি হচ্ছে আমাদের চারপাশে অনেকের মৃত্যু। মৃত্যুর পর যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা আমাদের প্রিয়জনকে কবরস্থানে রেখে আসি। নির্জন কবরে সে থাকে একা। এরপর আমরা ফিরে আসি আমাদের পরিবার-পরিজনের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতাকেই অত্যন্ত গভীর শব্দে ইরশাদ করেছেন-

يتبع الميت ثلاث : أهله وماله وعمله، فيرجع اثنان ويبقى واحد، يرجع أهله وماله ويبقى عمله.

অর্থ : মৃতের পিছু পিছু তিনটি জিনিস (কবরস্থান পর্যন্ত) যায় : স্বজন, সম্পদ এবং আমল। এরপর স্বজন ও সম্পদ ফিরে আসে। আর আমল তার সাথে থেকে যায়। (সে আমল অনুযায়ী তার সাথে আচরণ করা হয়।)- মুসনাদে আহমদ, হাদীস : ১২০৮০; সহীহ বুখারী, হাদীস : ৬৫১৪; সহীহ মুসলিম, হাদীস : ২৯৬০

সুতরাং কবর থেকে শুরু করে আখেরাতের সফরের সকল মঞ্জিলে যে জিনিস আমাদের সাথে থাকবে তাকে সুন্দর থেকে সুন্দরতর করাই আমাদের দ্বীন ও দুনিয়ার সকল কাজের মূল লক্ষ্য হওয়া উচিত।

 

মাহমুদুল হাসান সোহাগ (চেয়ারম্যান অন্যরকম গ্রুপ, প্রতিষ্ঠাতা পরিচালক উদ্ভাস) ভাইয়ের আম্মা আজকে (১১ শাবান ১৪৪২, ১২ চৈত্র ১৪২৭, ২৬ মার্চ ২০২১, শুক্রবার) আল্লাহর কাছে ফিরে গেলেন। সোহাগ ভাইয়ের সাথে পরিচয় লম্বা সময়ের না হলেও অল্প সময়েই উনাকে ভালো মানুষ হিসেবে, মানুষের উপর ভালো প্রভাব ফেলে এরকম মানুষ হিসেবে মনে হয়েছে।

 

উনার এসএমএস টা ছিল এরকম: "আম্মাকে আল্লাহ নিয়ে গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া চাই আল্লাহ যেন উনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।"

আমীন।

 

যেহেতু আল্লাহর রসূল সাঃ এই রকম মৃত্যুর ব্যাপারে শহীদ হওয়ার সুসংবাদ দান করেছেন। আমরাও উনার আম্মার শাহাদাতের মৃত্যুর আশা রাখি।

 

আমরা পাঠকবৃন্দের কাছে সকল মরহুমের জন্য, তাঁদের পরিবার-পরিজনের জন্য এবং সকল মুমিন-মুমিনাত ও মুসলিম-মুসলিমাতের জন্য দুআর আবেদন করছি।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: