বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ০১ জ্বিলকদ ১৪৪৫

ইসলাম

সাবান মিশ্রিত পানি দিয়ে গোসল করার হুকুম কী

 প্রকাশিত: ২৩:০৩, ১ অক্টোবর ২০২৩

সাবান মিশ্রিত পানি দিয়ে গোসল করার হুকুম কী

 প্রশ্ন

শুক্রবার জুমুআর পূর্বে কাপড় ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছি। কাপড় ধোয়ার পরপরই পানি শেষ হয়ে যায়। কাপড়গুলো পবিত্র ছিল, শুধু ময়লা হয়েছিল। আর আমার উপর গোসলও ফরয ছিল না। জুমুআর উদ্দেশ্যে গোসল করব। এদিকে নামাযের সময় হয়ে গিয়েছে। তাই কাপড় ধোয়া সাবান মিশ্রিত পানি দিয়ে গোসল করে নামায পড়ে নিয়েছি। জানার বিষয় হল, সেই পানি দিয়ে গোসল করা কি আমার জন্য ঠিক হয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে কাপড় যেহেতু পবিত্র ছিল তাই এক্ষেত্রে কাপড় ধোয়া ওই পানি পবিত্র এবং তা الماء المستعمل তথা ব্যবহৃত পানির হুকুমে নয়। সেই পানি দিয়ে গোসল করা সহীহ হয়েছে। এবং উক্ত নামাযও সহীহ হয়েছে।

আলমাবসূত, সারাখসী ১/৪৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৪০; শরহুল মুনয়া পৃ. ৯০; হালবাতুল মুজাল্লী ১/২৭৭

Online_News_Portal_24

মন্তব্য করুন: