বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, বৈশাখ ২৬ ১৪৩১, ০১ জ্বিলকদ ১৪৪৫

ইসলাম

একটি ভুল উচ্চারণ "এশারের নামায"

 প্রকাশিত: ২৩:১১, ১ অক্টোবর ২০২৩

একটি ভুল উচ্চারণ

রাতে আমরা যে নামায আদায় করি তাকে বলে এশার নামায। অরবীতে শব্দটি— عِشَاءٌ। বাংলা উচ্চারণে ইশা বা এশা। এর সাথে নামায শব্দ যোগ করলে দাঁড়ায়— এশার নামায (দুই শব্দের মাঝে ‘র’—এর মাধ্যমে সংযোগ ঘটানো— এশা+র+নামায= এশার নামায।)

 

কিন্তু কিছু মানুষকে বলতে শোনা যায়— এশারের নামায। এটি ভুল উচ্চারণ। তারা হয়তো ‘এশার নামায’ শব্দবন্ধ থেকে ‘এশার’ শব্দকে আলাদা শব্দ ধরে তার সাথে ‘র’—এর মাধ্যমে নামায শব্দ যোগ করেছে (এশার+র+নামায) ফলে এশার নামাযের পরিবর্তে দাঁড়িয়েছে— এশারের নামায।

 

যাইহোক, সঠিক উচ্চারণ হল ‘এশার নামায’; ‘এশারের নামায’ উচ্চারণ করা ভুল।

সংগৃহীত : আল-কাউসার

Online_News_Portal_24

মন্তব্য করুন: