বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ০১ জ্বিলকদ ১৪৪৫

জাতীয়

বাংলাদেশকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

 প্রকাশিত: ২২:০৫, ২ জুলাই ২০২০

বাংলাদেশকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

করোনা ও রোহিঙ্গাদের জীবনের মান উন্নয়নে বাংলাদেশকে ৩২ মিলিয়ন ইউরো বা ৩০৪ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারকে এ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা দেয় ইইউ।

ইইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে থাকা বাংলাদেশি ও সেখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। প্রায় ১ মিলিয়ন বা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া বাংলাদেশকে সহায়তা করতেই মূলত এ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

ঘোষিত এ অর্থের ১২ মিলিয়ন ইউরো বা  ১১৪ কোটি টাকা কোভিড-১৯ অর্থায়নে ব্যবহার করা হবে। বাকি ২০ মিলিয়ন ইউরো বা ১৯০ কোটি টাকা বাংলাদেশের প্রান্তিক গোষ্ঠী ও রোহিঙ্গাদের মৌলিক অধিকার যেমন খাদ্য,শিক্ষা,পুষ্টি,পানি,পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতের কাজে ব্যবহার করা হবে। 

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত জানান, এই ৩২ মিলিয়ন ইউরো মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের অব্যাহত মানবিকতার ক্ষেত্রে অবদান রাখবে। এটি ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের কক্সবাজারের অধিবাসী ও রোহিঙ্গাদের জন্য দেয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: