বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ২ ১৪৩২, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

 আপডেট: ১৮:০৭, ৪ আগস্ট ২০২৪

সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকার পতনের এক দফা দাবিতে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন।   রোববার (৪ আগস্ট) সকাল থেকে আন্দোলনকারীরা রাস্তায় নেমে এ কর্মসূচির শুরু করে।

আন্দোলনের মধ্যেই শুরু হয় নানা নাশকতা। যারা এতে জড়িত, তাদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।