আশুলিয়ায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত
সাভারের আশুলিয়ায় গত রাতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী হাসি বেগম (৩০)। তাদের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। দেলোয়ার পেশায় পোশাক শ্রমিক ও স্ত্রী গৃহিনী। বর্তমানে তারা আশুলিয়ায় বসবাস করে আসছিল।
পুলিশ জানান, জিরাবো-বিশমাইল সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দম্পত্তি বিশমাইলের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি কাঠগড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের জানানো হয়েছে। তবে চালক ও ট্রাকটি এখনো আটক করা সম্ভব হয়নি।