বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১, ০১ জ্বিলকদ ১৪৪৫

জাতীয়

৪৩ তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫,২২৯

 প্রকাশিত: ১৮:২৭, ২০ জানুয়ারি ২০২২

৪৩ তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫,২২৯

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)৪৩ তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে । উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন।
পিএসসির একটি নির্ভরযোগ্য  সূত্র আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

 জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় সাড়ে তিনটায় পিএসসির চেয়ারম্যান জরুরি সভা ডাকেন। সভা শেষে ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হবে।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত  হয় এ পরীক্ষা।

৪৩তম বিসিএসের আবেদনের সময় কয়েক দফায় বাড়িয়েছিল পিএসসি। আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় সময় বাড়ানো হয়েছিল।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

প্রকাশিত ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল দেখতে এই <<<লিংকে>>> ক্লিক করুন।

মন্তব্য করুন: